জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে বিচারিক কার্যক্রম শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গত ১৮ সেপ্টেম্বর মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এটিএম আজহারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষী সাক্ষ্য দেন। ২০১২ সালের ১২ আগস্ট ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন