জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ‘বাংলাদেশের জনগণ সব সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব সম্প্রদায়ের মানুষ সুখে-শান্তিতে বাস করে আসছে। এ দেশে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা সংবিধান কর্তৃক সংরক্ষিত। আমরা সব ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।’
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছে বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির এসব কথা বলেন।
মকবুল আহমাদ বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। তাদের কাছে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ধর্মীয় আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে সুখ-শান্তি ফিরিয়ে আনা সম্ভব। তাই আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং শান্তি ও কল্যাণ কামনা করছি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন