১৯ ফেব্রুয়ারী ২০১৫: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান আপিল মামলার চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন বলে জানিয়েছেন তার প্রধান আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগ তার চূড়ান্ত রায়ে আসামিপক্ষকে রিভিউ আবেদন করার জন্য ১৫ দিন সময় দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা রিভিউ আবেদন করবো। তিনি বলেন, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ করতে পারবেন। রিভিউ নিষ্পত্তির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে আসামির প্রেসিডেন্টর কাছে প্রাণভিক্ষার সুযোগ থাকবে। আসামিপক্ষের রিভিউ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ রায় কার্যকর হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম ও শিশির মো. মনির। এর আগে বেলা দেড়টার দিকে কারাগারে পৌঁছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা। লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানার সঙ্গে আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিও পাঠিয়েছে ট্রাইব্যুনাল। কারা কর্তৃপক্ষ মৃত্যু পরোয়ানাটি কামারুজ্জামানকে পড়ে শোনাবেন। এরপর প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না অথবা রিভিউ আবেদন করবেন কি-না তা আসামির কাছে জানতে চাওয়া হবে। দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা করলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা না চাইলে ফাঁসি কার্যকর করার শেষ ধাপগুলো সম্পন্ন করা হবে।
ঢাকার নিউজ- এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন