ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

নড়াইলে আ.লীগের সংঘর্ষে যুবলীগকর্মী নিহত

নড়াইল: আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত এনামুল হক (৩২) যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাকে নিজের সমর্থক বলে দাবি করেছেন এই সংঘর্ষের অন্যতম হোতা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের বড়নাল স্কুল মাঠে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর পুলিশ আওয়ামী লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের সঙ্গে স্থানীয় অপর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে।
এর জের ধরে সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এনামুল মারা যান।
নজরুল ইসলাম নিহত এনামুলকে নিজের সমর্থক বলে দাবি করেছেন।
জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উৎসঃ আমার দেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন