১৯ ফেব্রুয়ারী ২০১৫: নাগরিক ঐক্যের আহরায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার আন্দোলন ঠেকাতে ডিসিসি নির্বাচনের কথা বলছে। তবে নির্বাচন হবে কিনা এ বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচন হলে বিনা প্রতিদ্বন্দীতায় মাঠ ছেড়ে দেয়া হবে না। আমি নির্বাচন করব’।
আজ দুপুরে জাতীয় প্রেসকাবে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘চলমান রানৈতিক সংকট এবং আমাদের ভবিষ্যত’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ১/১১’এর কুশিলবরা আওয়ামী লীগের মধ্যেই রয়েছে। গুলি করে মানুষের আন্দেলন বন্ধ করা যাবে না। অবিলম্বে সংলাপের আয়োজন করার দাবি জানিয়ে তিনি বলেন, তারা যদি এখনই সংলাপ না করে তাহলে একসময় সংলাপেরও সুযোগ পাবে না।
মান্না জানান, আগামী ২৩ ফেব্রুয়ারীতে সংলাপের দাবীতে নাগরিক ঐক্য রাজধানীতে গণমিছিল করবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল। উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন