(১) ২১তারিখ মধ্যরাত পর্যন্ত ভাইবার, টাঙ্গো, ওয়াটস আপ সহ সব এপ্লিকেশনবন্ধ রাখার জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(২)বিএনপির গুলশান কার্যালয়থেকে পুলিশি ব্যারিকেড সরিয়ে নেওয়া।
(৩)সন্ধ্যায় রিজভি আহমেদ ছাড়া দলের আওয়ামীলীগ ঘেঁষা সিনিয়র নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়া।
(৪)সন্ধ্যায় বিভিন্ন দেশেরকূট নৈতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক।
(৫)বাংলা ভিশনে মরহুম জিয়াউররহমানের স্মরণে আলোচনা অনুষ্ঠান সরকারের বাধা না দেওয়া।
(৬)সাত দিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাওয়ারঘোষণা- হানিফ, আবুল মাল,নাসিমের।
(৭)বিএনপির সভা সমাবেশে কোনবাধা নেই- হাসান মাহমুদ।
(৩)সন্ধ্যায় রিজভি আহমেদ ছাড়া দলের আওয়ামীলীগ ঘেঁষা সিনিয়র নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাওয়া।
(৪)সন্ধ্যায় বিভিন্ন দেশেরকূট নৈতিকদের সাথে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক।
(৫)বাংলা ভিশনে মরহুম জিয়াউররহমানের স্মরণে আলোচনা অনুষ্ঠান সরকারের বাধা না দেওয়া।
(৬)সাত দিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাওয়ারঘোষণা- হানিফ, আবুল মাল,নাসিমের।
(৭)বিএনপির সভা সমাবেশে কোনবাধা নেই- হাসান মাহমুদ।
অবৈধ সরকার কি চাপে আছে,?
নাকি হাসিনা সরকার আবার কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠার আলামত। আল্লাহই ভাল জানেন!!!
নাকি হাসিনা সরকার আবার কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠার আলামত। আল্লাহই ভাল জানেন!!!
জানার জন্য জনগণকে অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন।
উৎসঃ ফেইসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন