বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে ইউরোপীয় সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির সভাপতির নেতৃত্বে পাঁচ দিনের সফরে ঢাকা পৌঁছবে চার সদস্যের একটি প্রতিনিধি দল।
সফরকালে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা।
গত দুই দশকে এটাই ইউরোপীয় সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রথম বাংলাদেশ সফর। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সফরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও তারা বৈঠক করবেন বলে জানা গেছে।
চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্পখাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন