জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের আইন শৃক্সখলা বাহিনী কর্তৃক হত্যা,গুম, অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট কর্মসূচী ঘোষনা করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহ:স্পতিবার (১৭ ফ্রেরুয়ারী’১৫-১৯ ফ্রেরুয়ারী’১৫) পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচী অনুমোদন করেন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন