জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার দায়ে পাঁচজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাসন্ডাদেশ দিয়েছেন ট্রােইবুনাল। বাকি দুইজন বেকসুর খালাস পেয়েছেন। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত
মৃত্যুদন্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন, খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুলইসলাম রাজু, খান মো. রইছ ওরঢে সোহান, জাহিদ হাসান এবং মাহবুব আকরাম। যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- ইশতিয়াক মেহবুব অরূপ, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অভি। তাদেরকে কারাদন্ডের অতিরিক্ত ২০ হাজার টাকা করে জনরমান করা হয়েছে।
অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন মো. নাজমুল হুসেইন প্লাবন ও মো. মাহমুদুল হাসান মাসুদ।
উৎসঃ যুগান্তর
উৎসঃ যুগান্তর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন