২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বিশ্বের সবচেয়ে ‘ব্যর্থ নির্বাচন’ ও ‘চলমান রাজনৈতিক সংকটের কারণ’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে সরকারকে ‘নির্বাচিত স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে জরিপে।
নির্বাচনে আন্তর্জাতিক মানের ঘাটতি ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠিত নির্বাচনের ওপর বৈশ্বিক জরিপ পরিচালনা করে তারা এ তথ্য প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ জড়িপ প্রকল্পটি পরিচালিত হয়। বৈশ্বিক এ প্রকল্পের নাম দেয়া হয় ‘নির্বাচনী সসতা প্রকল্প’ (ইলেক্ট্রোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট- ইআইপি)।
২০১৪ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত বিশ্বের ১০৭টি দেশের ১২৭টি নির্বাচনের ওপর করা জড়িপের ভিত্তিতে তারা নির্বাচনী সসতার ধারণা সূচকও (পারসেপশন অব ইলেক্ট্রোরাল ইন্টিগ্রিটি- পিইআই) প্রকাশ করেছে। ওই সূচকে বাংলাদেশের অবস্থান নিচ দিক থেকে ১৪তম। অর্থাৎ গুণ বিচারে ১২৭টির মধ্যে ১১৩তম অবস্থানে বাংলাদেশের নির্বাচন।
উৎসঃ ফেসবুক/শীর্ষ নিউজ ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন