গত ২৩ জুলাই মগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারের ঘটনায় গোলাগুলীতে অন্তঃসত্ত্বা এক মহিলা নাজমা বেগম ও তার পেটের সন্তান গুলীবিদ্ধ হয়ে সন্তান প্রসবের পর সন্তান এবং মহিলা উভয়ই আশংকাজনক অবস্থায় থাকা এবং অপর একজন নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ জুলাই তারিখে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তার সোনার ছেলেদের উদ্দেশ্যে অনেক উপদেশ দিয়ে বক্তব্য রাখলেন। বিরোধীদলকে জঙ্গি আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন। অথচ তার কয়েকদিন পূর্বেই ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে মা ও তার গর্ভে থাকা এক শিশু গুলীবিদ্ধ হওয়ার ঘটনাই প্রমাণ করে দেশে কারা সন্ত্রাস করছে?
তিনি বলেন, বর্তমানে দেশের প্রায় গুরুত্বপূর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ বিরোধী ছাত্রসংগঠনগুলোর ওপর হামলা-মামলা দিয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। চাঁদাবাজি ও টেন্ডারবাজি তো আছেই। আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যেই গোলাগুলী করে নিহত ও আহত হচ্ছে। অথচ পুলিশ ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ এবং তাদেরকে গ্রেফতার করা তো দূরের কথা বরং তাদেরকে সন্ত্রাসী কর্মকান্ডে সহায়তা করছে। একটি শিশু জন্মগ্রহণের পূর্ব মুহূর্তে গুলীবিদ্ধ হয়ে সাক্ষী হয়ে থাকলো বাংলাদেশে কারা সন্ত্রাস করছে? শিশু ও শিশুর মায়ের উপযুক্ত চিকিৎসার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য জোর দাবি জানান।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা না হলে স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।