বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরতদের পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, বিশ্বস্ততা ও আনুগত্য বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে ঢাকা সেনা নিবাসে পাঁচদিনব্যাপী ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০১৫’ এর সভা উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আগামী ৩০ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সেনা সদর নির্বাচনী পর্ষদের মাধ্যমে, সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন যোগ্য কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সেনা সদরে পৌঁছালে স্বাগত জানান সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ইনসাফ টোয়েন্টিফোর ডটকম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন