বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই নেতা-কর্মীদের মুক্তি প্রদান এবং ঢাকা ও মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় সরকারী দলের সন্ত্রাসীদের সন্ত্রাসী তান্ডব বন্ধের দাবীতে ৬ জুলাই সোমবার দেশের সকল মহানগরীতে এবং ৭ জুলাই মঙ্গলবার দেশের সকল জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৫ জুলাই নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করে এ দেশের দেশপ্রেমিক ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করতে চায়। দেশের জনগণ সরকারের এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দেবে না। এ দেশে ইসলামের শিকড় জনগণের হৃদয়ের গভীরভাবে গ্রোথিত। জনগণের হৃদয় থেকে এ শিকড় কখনো উপড়ে ফেলা যাবে না। সরকার ইসলামের ওপর যতই আঘাত হানবে, দেশপ্রেমিক ইসলামী জনতা ততই তাদের বিশ্বাসে আরও বলীয়ান হবে ইনশাআল্লাহ। সরকারের সকল জনস্বার্থ এবং ইসলাম বিরোধী কর্মকা-ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা বাংলাদেশের আপামর জনগণের প্রতি আবারও আহবান জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই নেতা-কর্মীদের মুক্তি প্রদান এবং ঢাকা ও মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় সরকারী দলের সন্ত্রাসীদের সন্ত্রাসী তা-ব বন্ধের দাবীতে আমি ৬ জুলাই সোমবার দেশের সকল মহানগরীতে এবং ৭ জুলাই মঙ্গলবার দেশের সকল জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত দুই দিনের এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে পালন করার জন্য আমরা সংগঠনের সকল শাখার প্রতি আহবান জানাচ্ছি এবং উক্ত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য প্রিয় দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন