২১ জুলাই ২০১৫ইং তারিখ; সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জামায়াতের গভীর শোক। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও আইনগত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না - মকবুল আহমাদ
.গত ১৯ জুলাই ভোর ৫টায় সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দু’টির ড্রাইভারসহ ১৭ জন লোক নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে মানুষের মূল্যবান জীবন
যাচ্ছে। অনেকেই চিরদিনের জন্য পঙ্গু হচ্ছে। এ ব্যাপারে লোক দেখানো কিছু পদক্ষেপ নেয়া হলেও দুর্ঘটনা রোধে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজন ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবেন।
.বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তিনি তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করেন, আল্লাহ যেন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন