পেট্রলবোমার আগুন এখন সরকারের ঘরেই লেগেছে বলে মন্তব্য করেছেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেন, পাপ বাপকেও ছাড়ে না। নিজেদের পেট্রলবোমায় এখন সরকারের ঘরেই আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড দিয়েও এ আগুন নেভানো যাবে না।
সোমবার বিকেলে বগুরায় এক দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান বলেন, উত্তর জনপদের ঘরে ঘরে আজ মজলুম মানুষের আহাজারি চলছে। এ অঞ্চলের মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়।
বগুড়া জেলা জাগপা সভাপতি আমির হোসেন মন্ডলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জাগপার কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আকতার পাইলট, জেলা জাগপা সাধারণ সম্পাদক মুঞ্জুরুর কাদির তুহিন, যুগ্ম সম্পাদক আবু রায়হান, মীর ওসমান আলী শুভ শেট, যুব জাগপা সভাপতি জাহাঙ্গীর আলম, জাগপা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান প্রমুখ।
ইনসাফ২৪.কম
ইনসাফ২৪.কম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন