জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারন সম্পাদক মো.আকরামুল হাসান এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে মিথ্যা মামলায় রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন,মিথ্যা, বানোয়াট আর উদ্দেশ্যপ্রনোদিত মামলায় দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতিকে ৮ দিনের রিমান্ড দেয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত। তারা বলেন, যেখানে তাকে আটক করাটাই দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ, সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়াটা হাস্যকর ও প্রহসন ছাড়া কিছুই নয়।
নেত্বদ্বয় অবিলম্বে ছাত্রদল সভাপতির নি:শর্ত মুক্তি দাবি করেন।
এদিকে আরেক বিবৃতিতে নেতৃদ্বয় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন এবং যুগ্ম সম্পাদক কালাম মল্লিককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেত্বদ্বয় অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করে সরকারের প্রতি অব্যাহত জুলুম নির্যাতন বন্ধের আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন