ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ২৫ জুলাই, ২০১৫

তিন ঘণ্টা হিজাব না পরলেও চলে!

ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় হিজাব ও লম্বা হাতাওয়ালা পোশাক নিষিদ্ধের নীতিমালা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। তিন মুসলিম ছাত্রী ও একটি ইসলামী ছাত্র সংস্থার আবেদন নাকচ করে গত শুক্রবার আদালত এ নির্দেশ দেয় বলে এক প্রতিবেদনে জানায় টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি ভর্তি পরীক্ষায় ব্যাপক নকল ঠেকাতে শিক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করে দেশটির মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের ছোট বোতামের হাফ-হাতা পোশাক পরে আসতে হবে। মাথার চুলে পিন বা ব্যান্ড ব্যবহার করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের খোলা স্লিপারওয়ালা জুতা পরতে হবে। পরীক্ষার হলে আনতে পারবে না ক্যালকুলেটর, কলম, হাতব্যাগ বা ওয়ালেট। আবেদনকারীরা উল্লেখ করেছেন, নতুন এই নীতিমালার একটি বিষয় মুসলিম রীতির বিরোধী। ইসলামের বিধানমতে জনসম্মুখে নারীদের সবসময়ই পর্দা রক্ষা করতে হবে। বিষয়টি বিবেচনা করে মুসলিম মেয়েদের জন্য হিজাব ও লম্বা হাতাওয়ালা জামা পরে পরীক্ষা দেয়ার অনুমতি চাওয়া হয়। একই সঙ্গে এক্ষেত্রে সম্প্রতি কেরালা হাইকোর্ট দুই মুসলিম মেয়েকে হিজাব পরে পরীক্ষা দিতে অনুমোদন দেয়ার কথাও উল্লেখ করা হয়। এ ব্যাপারে প্রধান বিচারক এইচ এল দত্ত, বিচারক অরুণ মিশ্র ও অমিতাভ রায়ের বেঞ্চ বলেন, পরীক্ষায় অস্বচ্ছতা ঠেকাতে শিক্ষা বোর্ড এই নিয়ম করেছে। এটা তো মাত্র তিন ঘণ্টার ব্যাপার। যারা হিজাব পরেন তারা পরীক্ষার সময়টুকু শুধু নতুন নীতিমালা অনুযায়ী পোশাক পরবেন। এর আগে ও পরে হিজাব পরতে কোনো বাধা নেই। আবেদনকারীদের পক্ষের আইনজীবী সঞ্জয় হেজ বলেন, এই নীতি ইসলামবিরোধী। এর ফলে অনেক মুসলিম মেয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে না। এর জবাবে বিচারকরা এটাকে স্রেফ ‘ইগো ইস্যু’ (আত্মসম্মানের প্রশ্ন) হিসেবে উল্লেখ করে আবেদন খারিজ করে দেন। Insaf24.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন