বাংলাদেশ বার্তা নিউজ ডেস্ক: ২৬ জুলাই ২০১৫, অপরাধীদের বিচার না হওয়ায় হত্যা, ধর্ষণ ও শিশুনির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. শফিক বলেন, দেশে যখনই শিশু নির্যাতনের কোনো ঘটনা ঘটে তখনই জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ঐ তদন্ত কমিটির রিপোর্ট যেমন প্রকাশ করা হয় না, তেমনি অপরাধীদের বিচারও হয় না। ফলে শিশু নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যা ও অপহরণ অব্যাহতভাবে বেড়েই যাচ্ছে।
তিনি বলেন, সারাদেশে অব্যাহতভাবে শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার নৃশংস ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রতিদিনই বাসা-বাড়ি, অফিস ও রাস্তাঘাটে একশ্রেণির পাষ- লোকের জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে দরিদ্র অসহায় শিশু-কিশোরেরা। কোথাও নিরাপদে নেই দরিদ্র শিশুরা। মেয়ে শিশুরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে এবং অনেক শিশু খুন ও অপহরণের শিকার হচ্ছে। কিন্তু এ ব্যাপারে নির্বিকার সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
জামায়াত সেক্রেটারি বলেন, গত তিন মাসে সারাদেশে ১০২৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। গত ৩ মাসে হত্যা করা হয়েছে ১৬০ জনকে, যাদের অধিকাংশই শিশু। চলতি বছরের গত ৬ মাসে ৯০টি শিশু অপহৃত হয়েছে। সম্প্রতি কতিপয় দুর্বৃত্ত সিলেটের শিশু সামিউল ইসলাম রাজনকে যেভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে তা এতই মর্মান্তিক ছিল যে, এ ঘটনা দেশে-বিদেশে মানুষকে কাঁদিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী ধরনের অবনতি হলে এরূপ ঘটনা ঘটতে পারে তা জাতিকে ভাবিয়ে তুলেছে। সরকার পুলিশকে দলীয় কর্মীর মত ব্যবহার করায় পুলিশের ভূমিকা দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নিরপরাধ শিশুরা ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাবে। যা একটি সুস্থ জাতি গঠনে অন্তরায় সৃষ্টি করবে।
শিশু নির্যাতন ও শিশু ধর্ষণ রোধ করার জন্য অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন