ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

জামায়াত শিবিরের উপরনির্যাতনের খতিয়ানঃ

১. জামায়াত শিবিরের বিরুদ্ধে মোট মামলা হয়েছে প্রায়২৬,০০০টি, মোট আসামী প্রায় ৫,০০,০০০ জন। 
২. মোট আহত প্রায় ১৫,০০০ জন, শুধু শিবিরের গ্রেফতার হয়েছে ১২,০০০ নেতাকর্মী।
৩. জামায়াত শিবির মিলে মোট শহীদ প্রায় তিনশতাধিক এর উপরে।শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে নিহত হয়েছে ১১জন।
৪. গুম হয়েছে ৪০ জন।ইসলামী বিশ্ববিদ্যালয়েরশিবির নেতা মুকাদ্দাস ওওয়ালিউল্লাহ সহ এখনো খোজপায়নি ৮নেতা কর্মীর।
৫. মোট চোখ নষ্ট হয়েছে ২৮নেতাকর্মীর।
৬. গত চার বছরে হাত-পা নষ্টহয়ে পঙ্গুত্ব বরণ করছে ৪৫ জননেতা কর্মী।
৭. সরকার শিবিরের কেন্দ্রীয়অফিস বন্ধ করে দিয়েছে ১৯সেপ্টেম্বর ২০১১ থেকে।
৮. বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রাবাস থেকে বেরকরে দিয়েছে এক লাখেরওবেশি ছাত্রশিবির নেতা কর্মীদের।
৯. পরীক্ষার হল থেকে পুলিশ গ্রেফতার করেছে প্রায়তিনশতাধিক। পরিক্ষায় অংশগ্রহনকরতে পারছেনা প্রায়কয়েকলাখ ছাত্র।
১০. শিবিরসন্দেহে বিশ্ববিদ্যালয় হলেরমধ্যে রাতভর নির্যাতনকরেছে কয়েক হাজারনেতাকর্মীকে।
১১. কম্পিউটার ও লেপটপহারানো গিয়েছে প্রায়১০০০টি।
১২. একাডেমিকসার্টিফিকেটপুরিয়ে দেয়া হয়েছে প্রায়১০০০ জনের।
১৩. থানায় নিয়ে পুলিশগুলি করে পঙ্গু করেছে ২০ জন।
১৪. সর্বশেষ ফাঁসিরকাষ্ঠে শহীদ হয়েছেন একজন।
আল্লাহ জামাত শিবিরের এই ত্যাগকে কবুল করুন। আমিন।

Source: FaceBook

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন