ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫

চকরিয়ায় জামায়াতের ত্রাণ বিতরণ: বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী ব্যক্তি ও মহলের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মানবেতন জীবন যাপন করা অসহায় মানুষগুলোর আর কোন দুয়ার নেই যে; বাড়ি বাড়ি গিয়ে আর্তি জানানোর। সেই মানুষগুলো আজ অনাহারে অর্ধাহারে চরম কষ্টে দিনাতিপাত করছে। রোযা রাখছে পানি খেয়ে। একটু সহযোগিতার দিকে চেয়ে আছে উপবাসে থাকা নারী-পুরুষ ও নিষ্পাপ শিশুগুলো। 
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও মানবিক কর্তব্য। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গত মানুষের সহায়তায় মানবতার কল্যাণে সেই কাজটি করে যাচ্ছে। তিনি বিত্তবানদের সাধ্যমতো যে যার অবস্থান থেকে বন্যা কবলিত গরীব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহবান জানান। 
গতকাল রোববার পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক আরিফুল কবিরের সভাপতিত্বে পৌর এলাকার বেশ’কয়েকটি স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান। 
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল হোছাইন নূরী, শহর ছাত্রশিবিরের সভাপতি আজহারুল ইসলাম, জামায়াত নেতা রাসেল, আবদুল্লাহ বাহাদুর, শ্রমিক নেতা শওকত আলম প্রমুখ।
একইদিন লক্ষ্যারচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলার আমীর মুহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ ও জামায়াত নেতা গোলাম মোস্তফা কাইছার প্রমুখ নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন