ইফতারীর পূর্ব মুহূর্তে ইফতার মাহফিল থেকে জামায়াত নেতা জনাব জাহিদুর রহমানসহ ২৫ জন রোজাদারকে গ্রেফতার, ঢাকা মহানগরীর মতিঝিল থানা জামায়াতের আমীর জনাব মোঃ কামালকে গ্রেফতার করে ১ দিনের জন্য রিমান্ডে নেয়ার এবং টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা জামায়াতের ইফতার মাহফিল পুলিশ কর্তৃক বন্ধ করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১ জুলাই নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“গত ৩০ জুন ঢাকা মহানগরীর মোহাম্মাদপুরে একটি রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিল থেকে ইফতারীর পূর্ব মুহূর্তে ঢাকা মহানগরী জামায়াতের নেতা জনাব জাহিদুর রহমানসহ ২৫ জন রোজাদারকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরীর মতিঝিল থানা জামায়াতের আমীর জনাব মোঃ কামালকে গত ৩০ জুন রাতে পুলিশ গ্রেফতার করে আজ ১ জুলাই ১ দিনের জন্য রিমান্ডে নিয়েছে। গত ৩০ জুন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে পুলিশ বাধা দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। জামায়াত নেতা জাহিদুর রহমানসহ ২৫ জন রোজাদারকে অন্যায়ভাবে গ্রেফতার করা এবং ঢাকা মহানগরীর মতিঝিল থানা জামায়াতের আমীর জনাব মোঃ কামালকে অন্যায়ভাবে গ্রেফতার করে ১ দিনের জন্য রিমান্ডে নেয়ার এবং টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা জামায়াতের ইফতার মাহফিলে পুলিশ বাধা দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দেয়ার ন্যক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ পবিত্র রমযান মাসে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে ও রিমান্ডে নিয়ে এবং টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা জামায়াতের ইফতার মাহফিল বন্ধ করে দিয়ে সরকার রমযানের পবিত্রতা ক্ষুন্ন করেছে। এ সব ঘটনার মাধ্যমে সরকারের ইসলাম বিরোধী ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।
ঢাকা মহানগরী জামায়াতের নেতা জনাব জাহিদুর রহমান, ঢাকা মহানগরীর মতিঝিল থানা জামায়াতের আমীর জনাব মোঃ কামালসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান এবং ইফতার মাহফিল বন্ধ করে দেয়ার মত ন্যক্কারজনক কাজ থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন