বাংলাদেশের
সাথে ভারতের সম্পর্ক কোনদিনও বন্ধুত্ব ছিল না । এমনকি একাত্তরেও না ।
মুক্তিযুদ্ধে ভারত আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল কেবলমাত্র পাকিস্তান নামক
চিরশত্রুটিকে ধ্বংস করবার উদ্দেশ্য নিয়ে ।
বাংলাদেশের মুক্তি তারা কোনদিনও চায় নাই । এখন তারা এত বেড়ে গেছে যে, আমাদের রাষ্ট্রের সবকিছুই তারা নিয়ন্ত্রণে নিতে চায় । ওরা আমাদের ভাতে মারতে চায়, পানিতে মারতে চায় । স্বাধীনতা যে বিপন্ন আজ, আপনি কি নন উদ্বিগ্ন তাতে ? যারা “অকৃত্রিম বন্ধু” ভারতের স্বপ্ন দেখে, তারা বাংলাদেশের "অকৃত্রিম দুশমন" । (চিন্তিত নাগরিক)
বাংলাদেশের মুক্তি তারা কোনদিনও চায় নাই । এখন তারা এত বেড়ে গেছে যে, আমাদের রাষ্ট্রের সবকিছুই তারা নিয়ন্ত্রণে নিতে চায় । ওরা আমাদের ভাতে মারতে চায়, পানিতে মারতে চায় । স্বাধীনতা যে বিপন্ন আজ, আপনি কি নন উদ্বিগ্ন তাতে ? যারা “অকৃত্রিম বন্ধু” ভারতের স্বপ্ন দেখে, তারা বাংলাদেশের "অকৃত্রিম দুশমন" । (চিন্তিত নাগরিক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন