জামায়াত অফিসে রেইড দেয়ার সময় ডিবি ড্রেসেবিদেশী চেহারার লোক |
বাংলাদেশের পুলিশ বাহিনীতে ভারতীয় লোক আছে। গত ২৯ তারিখে এমন কয়েকজন ভিনদেশী সুপ্রীম কোর্ট ও প্রেসক্লাব হামলার সময় উপস্থিত ছিল। একজন সাংবাদিক ঘটনাস্থলে এক পুলিশ অফিসারকে প্রশ্ন করেছিল, “আপনারা দেখছেন না কি হচ্ছে? ওদের থামান।” ঐ অফিসারটি নিরুত্তর থাকেন। এরপর সাংবাদিকটি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি এদেশের পুলিশ, নাকি ভিন দেশী?” তার জবাবে পুলিশ অফিসারটি যা বলেন, সেটা বাংলায় তর্জমা করতে আরেকজন দেশী পুলিশকে এগিয়ে আসতে হয়। প্রসঙ্গত, বছর দু’য়েক আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস রেইড দেয়ার সময় এরকম বিদেশী চেহারার লোক ডিবি ড্রেসে দেখা গেছে। সিলেটে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের নেতাদের খোঁজাখুজি কালে হিন্দিতে কথা বলতে শোনা গেছে। এ নিয়ে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট আছে। বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন