বাংলাদেশ বার্তা : বিএনপিসহ ২০ দলীয় জোটের চলমান টানা অবরোধের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে দু'দিনব্যাপী হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট যাত্রীশূন্য দেখা গেছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সদরঘাটে রয়েছে বাড়তি নিরাপত্তা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এ অবস্থা দেখা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদরঘাট থেকে বিভিন্ন রুটে প্রতিদিন ৫৬টি লঞ্চ চলাচল করে। বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়লেও ঘাট ছিলো যাত্রীশূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।
এদিকে নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন যাত্রীদেরকে তল্লাশি করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (ট্রাফিক) যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, সকাল থেকে এ পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। লঞ্চগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। কোনো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে না।
ঘাট শ্রমিক রফিক জানান, সকাল থেকে যতগুলো লঞ্চ ছেড়ে গেছে তার সবগুলোই ফাঁকা। তবে ঢাকাগামী লঞ্চগুলোতে তুলনামূলক ভিড় বেশি।
যাত্রীশূন্যতার কথা স্বীকার করে জয়নাল আবেদিন বলেন, এখন যাত্রী সংখ্যা বেশ কম। তারপরও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বেলা বাড়লে যাত্রী বাড়বে বলে আশা করা যায়।
এদিকে, বিরোধী দলের কর্মসূচির কারণে পুরান ঢাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। ব্যস্ত সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। তবে সড়কগুলোর প্রত্যেক মোড়ে সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।
উৎসঃ টাইমনিউজবিডি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন