ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

ব্যারিষ্টার আরমানের মায়ের কান্না .. শুনতে কি পাও বাংলাদেশ⁉️

"রাত তিনটা - আরমান উঠ।
তুমি তো এই সময়ে দাড়াও রব্বের দরবারে তোমার বাবার জন্য দোয়া করতে !
ঘুম ভেংগেছে বাবা........
কি বলি আমি..... কোথায় তুমি - ?

কি অবস্থায় আছ? কেমন আছ? কি করছো ? কি.....ছু... ই কি জানি? জানিনা তো!

আব্বু ওরা তোমাকে শুতে দিচ্ছে? ঘুমাতে পারছ? তোমার হাত পা কি খোলা? খাবার দিচ্ছে?
সুস্থ আছ?

৭ দিন হয়ে গেল ...
না কোন খোঁজ নেই । কেউ জানেনা । কেউ বলেনা কোথায় তুমি । এক কাপড়ে কি করে আছ জানিনা।

সবাই বার বার সতর্ক করেছে। কিন্তু আমি তো নিশ্চিত ছিলাম বাবা, তুমি তো কোন দোষ করনি। তোমার আব্বাকে নিয়েই তো ছিলে বিভোর। তার সাথে যোগাযোগ করা, কি লাগবে জানা, জিনিষ পত্র পাঠান তা চাহিদা মাফিক, খাবার দাবার দেয়া - কেমন আছে জানা এসব সেবায় ব্যাস্ত থাকতে দিন রাত। 

একজন ল'ইয়ার হিসাবে ডিফেন্স টিমে কাজ করতে -সেটা আর এক মহা ব্যস্ততা তোমাকে ঘিরে থাকত দিন নেই রাত নেই মামলা নিয়ে। কোর্টে যাওয়া, সেখান থেকে চেম্বার - তারপর বাবার কাজ।

ক্যারিয়ার! প্রফেশন! কোন দিকেইতো তাকাও নি তুমি। বাবা - বাবার সেবা - আর বাবার মামলা এই তো তোমার ধ্যান জ্ঞান ভুবন!

না কোন আনন্দ হাসি খুশী, না কোন বেড়ান,না কোন উৎসব আয়োজন! চার বছর ধরে আমরা এভাবেই কাটাচ্ছি।

তারমাঝে কী এমন অপরাধ তুমি করতে পার যে এভাবে কোন- আইনের তোয়াক্কা না করেই প্রশাসন নিয়ে যেতে পারে? নিলো তারপর? পরিবারকে কোন খোঁজ না দেয়া। এটাইবা কেন? যদি কোন অভিযোগ থেকেই থাকে তাদের - সেটা জানান হোক। আদালতে পেশ করা হোক। মামলা দায়ের করা হোক। আমাদের দেখা করতে দেয়া হোক। 

কোথায় আইন? কোথায় মানবিকতা?
কোথায় নাগরিক অধিকার?

একজন নাগরিক হিসাবে আরমানের অধিকার রয়েছে আইনের। তাকে আইনে সোপোর্দ করুন। সে কোথায় আছে পরিবারের অধিকার রয়েছে তা জানার। তার মা বাবা ভাই বোন স্ত্রী শিশু সন্তানেরা আত্মীয় স্বজন হন্যে হয়ে খুঁজছি। 

প্রশাসনের নিকট মা হিসাবে আবেদন -
আমার ছেলে মীর আহমাদ বিন কাসেম আরমানকে ছেড়ে দিন। সে নির্দোষ।
নতুবা
আমার সন্তান কোথায় মেহেরবানী করে জানান।
তার ব্যাপারে কি অভিযোগ আমাদের অবহিত করুন পরিবারকে দেখা করতে দিন। তার প্রয়োজনীয় কাপড় ও খাবার দেয়ার ব্যবস্থা করুন। তাকে আদালতে সোপর্দ করুন।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন