বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ও মিরপুর পল্লবী থেকে নিখোঁজ পোশাক শ্রমিক আমিনুল ইসলামকে অবিলম্বে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে না দিলে চলমান আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, ‘‘আন্দোলন ঠেকাতে সরকার যতগুলো প্যান্ডেরার বাক্স খুলেছে এর প্রতিটিই বুমেরাং হবে। পদত্যাগ ছাড়া আর কোন উপায় থাকবে না। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে আন্দোলন ঠেকানোর কৌশলও মাঠে মারা পড়বে। সরকারীদল সমর্থিত প্রার্থীদের নগরের প্রতিটি বাড়িতে ভোট চাইতে গিয়ে প্রতিটি গুম-খুন-অপহরণ-গ্রেফতারের জন্য জনগণের কাছে জবাব দিতে হবে। বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ ও পোশাক শ্রমিক আমিনুলকে অবিলম্বে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে না দিলে চলমান আন্দোলনকে জনগণ আরো তীব্র থেকে তীব্র করবে। তিনি বলেন, একদলীয় শাসন টিকিয়ে রাখতেই সরকার সারাদেশকে আজ বধ্যভূমিতে পরিণত করেছে। প্রতিটি জনপদে হাজার হাজার নেতা-কর্মী এখন ফেরারি জীবন যাপন করছে। কারাগারে তিল ধারনের জায়গা নেই। মিথ্যা মামলায় লাখ লাখ লোককে আসামি করা হচ্ছে। বাসা থেকে সুস্থ লোককে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে টগবগে যুবকদের চিরতরে পঙ্গু করে দিচ্ছে। বাড়ি বাড়ি ঢুকে সারাজীবনের পরিশ্রম দিয়ে সাজানো সংসারের আসবাব ও তৈজস ভেঙে সব চুড়মার করে দিচ্ছে। সারাদেশে এক জংলী শাসন দিয়ে নৈরাজ্য তৈরী করছে। এই ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেই চলমান আন্দোলন সফল করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথের সংগ্রাম বেগবান করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে এনেই সকল জুলুমের অবসান ঘটানো হবে।’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন