বাংলাদেশ বার্তঅ ১৩ মার্চ ২০১৫: সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. সাজিদুল ইসলাম(২৫) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে ("ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিঊন")।
শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
সাজিদুল ইসলাম মিরসরাই উপজেলার আবু তোরাব গ্রামের বদরুদ্দোজার ছেলে। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের(আইআইইউসি) অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
সকাল সাড়ে ১০টায় সাজিদের একটা পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নগরীর সাগরিকার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসে। রেল লাইন পার হওয়ার সময় ঢাকামূখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন,‘গুরুতর আহতবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রেলওয়ে পুলিশের ফৌজদার হাট ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন পাল বলেন,‘ঢাকামূখী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামমূখী মেইল ট্রেন কুমিরার ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট অতিক্রম করছিল। এসময় রেল লাইন পার হচ্ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদুল। সে চট্টগ্রামমূখী মেইল ট্রেন দেখলেও চট্টলা এক্সপ্রেস আসছিল তা খেয়াল করেনি। চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে।’
আইআইইউসি ইকোনমিকস এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্র মো:সাজেদুল ইসলামের নামাযে জানাযা আজ রাত ০৮:১৫ মিঃ (বাদ এশা) তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরশরাই উপজেলার আবু তোরাবে অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন