ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

পিলখানার খুনিদের সঙ্গে সংলাপ করতে পারলে ২০ দলের সঙ্গে কেন নয়?'

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সঙ্গে সংলাপ করে চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকারের কাছে দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নইলে দেশের শান্তি ও জানমাল রক্ষায় যেকোনো কর্মসূচি দিতে তারা বাধ্য হবে বলে হুমকি দিয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। একই সঙ্গে তিনি সংলাপের মাধ্যমে সহিংসতা বন্ধ করারও দাবি জানান। জুনায়েদ বাবুনগরী বলেন, আওয়ামী লীগ পিলখানায় বিডিআর খুনিদের সঙ্গে সংলাপ করতে পারলে, পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টিকারী শান্তি বাহিনীর সঙ্গে সংলাপ করতে পারলে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সঙ্গে কেন সংলাপ করা যাবে না। সম্প্রতি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেসব জঙ্গি আস্তানা বের করছে এবং ধর্মীয় বই উদ্ধার করছে, সেসব সাজানো ঘটনা বলে দাবি করেন বাবুনগরী। তিনি বলেন, দেশের মানুষের মনোযোগ অন্যদিকে সরাতেই এসব নাটক সাজানো হচ্ছে। জিহাদ ও সন্ত্রাস এক নয় উল্লেখ করে হেফাজতের এই নেতা বলেন, ইসলামে জিহাদের কথা আছে। জিহাদ হয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। জিহাদের মাধ্যমেই কেবল সন্ত্রাস দূর করা সম্ভব বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। লিখিত বক্তব্যে বলা হয়, সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতির ভিত্তিতে সরকার নির্বাচিত না হওয়ায় দেশে গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ সময় সংগঠনটির মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিক সহিংসতা ও বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং পেট্রলবোমার আগুনে দগ্ধ ব্যক্তিদের সুস্থতা কামনায় দেশের সব মাদ্রাসা ও মসজিদে নিয়মিত দোয়া করা, দেশের সংকট থেকে মুক্তির জন্য আল্লাহতায়ালার সাহায্য কামনাসহ বিভিন্ন কর্মসূচি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাহমুদুল হাসান, মাইনউদ্দিন রুহি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন