বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র এদেশ থেকে চুরি-ডাকাতি হয়ে গেছে। আইনের শাসন, মানবাধিকার বই কিতাবে আছে, কার্যত নেই। এগুলো যতক্ষণ না ফিরিয়ে আনতে পারছি- ৩০ লাখ শহীদের কাছে আমরা কি জবাব দেব। তারা স্বপ্ন দেখেছিলেন, উন্নত-সৎ জিবন, কল্যাণমূলক কার্যকালাপ ও আইনের শাসনের। তাদের চাওয়া ছিল গণতন্ত্র।স্বপ্ন ছিল গণতন্ত্রের। এই গণতান্ত্রিক ব্যবস্থা যতদিন কায়েম না হচ্ছে ততদিন ৩০ লাখ শহীদের কাছে আমাদের কোন জবাব নেই। আমি বলব, আতি সহজে কোন ভালো জিনিষ অর্জন করা যায় না। এজন্য ত্যাগ করতে হয়। আর এই ত্যাগ ও লড়াই তরুণদের করতে হবে।
আজ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমাজউদ্দিন এ কথা বলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন