ঢাকার নিউজ-১৬ মার্চ ২০১৫: একাত্তরের মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনীরা সুলতানার আদালত এ আদেশ দেন।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় এ আদেশ দেয়া হয়েছে। আদেশে সাবেক মন্ত্রী এ. কে খন্দকারকে আগামী ৫ জুন সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. লোকমান হোসেন জানান, আদালত অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে। এ কারণে আদালত এ কে খন্দকারের বিরুদ্ধে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কথিত অবমাননাকর বই লেখার অভিযোগে গেল বছরের ১০ সেপ্টেম্বর সাবেক যুগ্মসচিব ও মুক্তিযোদ্ধা মো. ইসাহাক ভূইয়া একাত্তরের মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক সাবেক মন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানি মামলা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন