সত্যি তাই। যারা ঢাকায় বসবাস করেন, তারা জানেন গোপালী কি এবং কত প্রকার? খালেদা জিয়া গোপালী বলে যেই ইংগিত দিয়েছেন তাতে প্রশাসনের সমস্ত গোপালীরা আতংকে আছে।
আর এই গোপালীদের মুল হোতা শেখ হাসিনা। তাই সবার উচিত শেখ হাসিনাকে গোপালী বলে সম্বোধন করা। এখন থেকে গোপালী মানেন শেখ হাসিনা। গোপালগঞ্জ সাধারণ মানুষ এর জন্য দায়ী নন। শেখ হাসিনার খারাপ কাজের কৃতিত্ব তারা নিবে কেন???
গোপালী আজ বলেছেন, গোপালীরা নাকি কপালীও হয়! গোপালী কি জানেন, গোপালগঞ্জের কয়েকটি গ্রামের নাম জানি, যেখানে এখনও বিদ্যুৎ পৌছায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন