জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদন বৃহস্পতিবার করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ‘রিভিউ আবেদন নিয়ে কামারুজ্জামানের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি রিভিউ আবেদন করার অনুমতি দিয়েছেন। আমরা বৃহস্পতিবার রিভিউ আবেদন করব।’
তিনি আরো বলেন, ‘আপিল বিভাগের রায়ের কপি কামারুজ্জামান পড়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে সেইসব অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি।’
আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের একজন বিচারপতি অপর তিনজনের সঙ্গে রায়ে যে দ্বিমত পোষণ করেছেন। তিনিই ঠিক ছিলেন বলেও মনে করেন কামারুজ্জামান। তার মতো অন্য বিচারপতিরাও চিন্তা করলে এমন রায় হতো না বলে জানিয়েছেন কামারুজ্জামান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন