ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় অভিন্দনের জোয়ারে ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে টানটান উত্তেজনার এই খেলায় বাংলাদেশের বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ততক্ষণে ঢাকার পথে পথে বেরিয়ে পড়েছে মিছিল, যার স্লোগান শুধু -‘বাংলাদেশ, বাংলাদেশ’।
পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরীও অভিনন্দন জানান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে।
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসগড়া এই জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির জন্য মাহমুদুল্লাহ রিয়াদকেও বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সেঞ্চুরিয়ান রিয়াদ ম্যান অফ দি ম্যাচ হয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, অভিনন্দন বার্তায় ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান।
বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে গত ২১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ ক্রিকেট দল পরের খেলাগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
“রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত আবদুল হামিদের অভিনন্দন বার্তার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।
রাষ্ট্রপতি বলেন, “আমি আশা করি সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
ইংল্যান্ডকে হারিয়ে মাঠে জয়োল্লাসে মাশরাফিরা।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন বার্তায় বলেছেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”
ক্রিকেটাররা কোয়ার্টার ফাইনালেও নৈপূণ্যপূর্ণ খেলা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দিত করার পাশাপাশি বিশ্বসভায় বাংলাদেশের মর্যাদাকে আরও সুপ্রতিষ্ঠিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এক অভিনন্দন বার্তায় বলেন, “বাংলাদেশ জয়ী হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।”
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বিজয়ী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।
খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি চেয়ারপারসন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
“তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ক্রিকেট দল বিশ্বকাপ ক্রিকেটে আগামী খেলাগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।”
bdnews24.com এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন