ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

আ.লীগ নেতার বাড়ি থেকে ২ বস্তা চকলেট বোমা উদ্ধার


মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা কোনাগাঁও এলাকায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়াজ আলীর বাড়ি থেকে ৫২ ব্যাটালিয়নের ফুলতলা বিজিবি অভিযান চালিয়ে দুই বস্তা (১৫ শ’ ৮৪ পিস) ভারতীয় চকলেট বোমা উদ্ধার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার রাতে চেয়ারম্যানের সংবাদের ভিত্তিতে ফুলতলা বিজিবি ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. ফয়াজ আলীর কোনাগাঁওয়ের বাড়ি থেকে দুই বস্তা ভারতীয় চকলেট বোমা, ৫ শত নাসির বিড়ি ও ১৫ বোতল মদ উদ্ধার করে।
এদিকে ফুলতলা বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার দিন কোনাগাঁও গ্রামে একটি রাস্তার পাশ দিয়ে দুই জন যুবক দুই বস্তা (১৫ শত ৮৪ পিস) ভারতীয় চকলেট বোমা ও ৫’শ নাসির বিড়ি নিয়ে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করলে তারা পালিয়ে যায়।  
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়াজ আলী বলেন, আমাকে ফাঁসানোর জন্য কে বা কারা আমার কোনগাঁও গ্রামের নতুন বাড়িতে টিউবওয়েলের সামনে দুই বস্তা ভারতীয় চকলেট বোমা রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং ফুলতলা বিজিবিকে খবর দিলে তারা এসে ওগুলো নিয়ে যায়।

শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/রাজিব/সুজন

০২ মার্চ ২০১৫ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন