ঢাকার নিউজ-০১ মার্চ ২০১৫: শনিবার গভীর রাতে ১ লাখ ৩৪ হাজার টাকা ছিনতাইয়ের অপরাধে গ্রেপ্তার হয়েছেন রমনা থানা প্রজন্মলীগের সভাপতি শৈবাল হোসেন প্রিন্স। সাথে গ্রেপ্তার হয়েছেন তার ছিনতাইয়ে সঙ্গী আলী হোসেন জীবন। তিনি ১৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতির ছেলে।
এই দু’জনের বিরুদ্ধে মামলা করায় এখন উল্টো বাদী আসিফ কিবরিয়াকে নানাভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। এ দু’জনের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘প্রিন্সেরতো পোস্টার দেখি। পোস্টার থাকলেই কি আর নেতা হয়! এরা আসলে চিহ্নিত টাউট। নিজেদের বাঁচাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে।’
রমনা থানায় করা মামলায় মালয়েশিয়া প্রবাসী আসিফ কিবরিয়া অভিযোগ করেছেন, শনিবার রাত সোয়া বারোটায় ইস্কাটনের দিলু রোডে দুই যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ২ হাজার ৭০০ রিঙ্গিত, ৮৯৫ ডলার এবং একটি পাওয়ার ব্যাংক ছিনতাই করে। এ সময় তাকে মারধরেরও অভিযোগ করেন তিনি। টহল পুলিশকে জানালে কিছুক্ষণের মধ্যেই তারা দুই ছিনতাইকারীকে ইস্কাটন থেকে আটক করে। আসিফ ছিনতাইকারীদের চিহ্নিত করলে দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়। আসিফ কিবরিয়া বলেন, মামলার পর থেকে দুই আসামির স্বজনেরা তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্যে চাপ দিয়ে যাচ্ছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন