এমপিওভুক্তির দাবিতে ১৮ তম দিনে থালা হাতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শূন্য থালা হাতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
দীর্ঘ ১৭ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের তীব্র সমালোচনা করেন তারা।
কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু, সিনিয়র সহসভাপতি আবুল কামাল আজাদ, সিনিয়র যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক বেলোয়ারা খানম প্রমুখ।
এর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পর ৩০ অক্টোবর থেকে ৬ দিন অনশন কর্মসূচি পালনকালে শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় নাগরিক সমাজের অনুরোধে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা। কিন্তু অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক কর্মচারীরা।
দিনব্যাপী টানা এ কর্মসূচিতে শিক্ষক নেতারা আবেগ ভরে ভাটিয়ালি সুরে গান গেয়ে যাচ্ছেন। কেউ বা আবার কবিতার ছন্দে কষ্টের কথামালা তৈরি করছেন। মাইকের শব্দ শুনে কাছে গিয়ে দেখা যায়, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডু গাইছেন হৃদয়বিদারক এক গান- ‘মাও নাই রে, বাপও নাই রে। কার কাছে বলিব মনের জ্বালা।’-ডি এস Dhakar News
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন