দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পৃষ্ঠায় “পিএমও’র প্যাডে চাকরি দিচ্ছে যুদ্ধাপরাধী মুজাহিদের ভায়রা” শিরোনামে গতকাল মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে ‘মাহবুবুল আলম সবুজ জামায়াতের অর্থ যোগানদাতা ও কেন্দ্রীয় জামায়াতের সহ-কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম রাজুর চাচাতো ভাই’ মর্মে যে সব ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যেই এ ধরনের আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে।
গতকাল দেয়া বিবৃতিতে তিনি বলেন, দৈনিক যুগান্তরের রিপোর্টে পরিবেশিত তথ্য সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো মাহবুবুল আলম সবুজ শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ভায়রা নন। আমরা তাকে চিনি না। কাজেই মাহবুবুল আলম সবুজের জামায়াতের অর্থযোগানদাতা হওয়ার প্রশ্ন অবান্তর। আনোয়ারুল ইসলাম রাজু নামক কোন ব্যক্তি জামায়াতের কেন্দ্রীয় সহ-কোষাধ্যক্ষ নন। সম্প্রতি শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে যে মিথ্যাচারের নাটক শুরু হয়েছে, দৈনিক যুগান্তরের অত্র রিপোর্টটি তারই অংশ।
জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থেকে অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য তিনি দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন