বাংলাদেশ বার্তা: দৈনিক কালের কণ্ঠ ও যুগান্তর পত্রিকায় আজ ৭ নভেম্বর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠে ও যুগান্তরে প্রকাশিত রিপোর্টগুলো সংশ্লিষ্ট রিপোর্টারগণের সম্পূর্ণ মনগড়া। বাস্তবের সাথে ঐ সব রিপোর্টের কোন সম্পর্ক নেই।
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘জামায়াতে আইএসের বীজ’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘জামায়াতের মত গোষ্ঠীগুলোর উগ্রবাদে জড়ানোর ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এসব কারণে আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে, জামায়াতে ইসলামীর কিছু সদস্য আইএসের জালে ঢুকে গেছে’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাসী। তাই জামায়াতে ইসলামীর কোন সদস্যের আইএস-এর দিকে ঝুঁকে পড়া বা আইএস-এর জালে ঢুকে পড়ার প্রশ্নই আসে না। আইএস বা অন্য কোন উগ্রবাদী দলের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই।
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘ঢাকার উপকণ্ঠে জঙ্গি আস্তানা’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘আশুলিয়ায় চলতি বছর সংঘটিত কয়েকটি অপরাধের পেছনে জামায়াত-শিবিরের ক্যাডাররা জড়িত বলে তথ্য মিলেছে’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। আশুলিয়ায় সংঘটিত কোন অপরাধের ঘটনার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই তথ্য পাওয়ার যে কথা লেখা হয়েছে তার কোন ভিত্তি নেই।
দৈনিক কালের কণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘ত্রিপুরায় গ্রেফতার বাংলাদেশের জামায়াত নেতা’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘ত্রিপুরায় গ্রেফতার হওয়া জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের চট্টগ্রামের জামায়াতে ইসলামীর নেতা’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ত্রিপুরায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘আইএসের নামে সক্রিয় জামায়াত-শিবির’ শিরোনামে প্রকাশিত রিপোর্টটি বানোয়াট। খুন বা হামলার পর আইএসের দায় স্বীকারের সাথে জামায়াত-শিবিরের সম্পর্ক থাকার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই যুগান্তরের রিপোর্টে এ ভিত্তিহীন তথ্য পরিবেশ করা হয়েছে।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন