ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

গণহারে গ্রেফতারে গভীর উদ্বেগ পৌরসভা নির্বাচনে বিরোধীদল অংশ নিক সরকার চায় না : জামায়াত


বাংলাদেশ বার্তা: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বলেছেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারা চায় না পৌরসভা নির্বাচনে বিরোধীদল অংশগ্রহণ করুক। তারা বিরোধীদলকে নির্বাচনের বাইরে রেখে একদলীয় নির্বাচন করে নিজেদের দলের লোকদের নির্বাচনী বৈতরণী পার করিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার একদিকে ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের কথা বলছে, অপরদিকে সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে গণহারে গ্রেফতার করে দেশে এক সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। তিনি গণহারে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহে সারা দেশ থেকে জামায়াত, ছাত্রশিবির, বিরোধীদলের নেতা-কর্মী ও সাধারণ জনগণসহ প্রায় সাড়ে পাঁচ হাজার লোককে গ্রেফতার করেছে। এতে জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। জামায়াতের এ নেতা অভিযোগ করেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা সংসদ নির্বাচনের প্রহসন করে নিজের দলের লোকদেরকে সংসদ সদস্য বানিয়েছে। একইভাবে পৌরসভাগুলিতেও নিজের দলের লোকদেরকে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে। দেশে একটি একদলীয় শাসন কায়েম করাই তাদের লক্ষ্য। তিনি প্রশ্ন রাখেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাই যদি তাদের লক্ষ্য হয়ে থাকে, তাহলে নির্বাচনের নামে প্রহসন করার প্রয়োজন কী? জনগণের সাথে প্রতারণা না করে ক্ষমতার বলে নিজের দলের লোকদের তারা পৌরসভাগুলোতে বসিয়ে দিলেই তো পারে? ডা: শফিক একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র বন্ধ করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌরসভা নির্বাচনের লক্ষ্যে গ্রেফতার অভিযান বন্ধ এবং গ্রেফতারকৃত সব নেতা-কর্মীকে মুক্তি দিয়ে সব দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহবান জানান। বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন