গণগ্রেপ্তার নয়, সরকার চাইলে বিরোধী দলের সব নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। খন্দকার মাহবুব বলেন, ‘আদালতকে ব্যবহার করে সরকার ও পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার যদি মনে করে দেশে বিরোধী দল থাকবে না, সবাইকে কারাগারে রাখবে, তাহলে ঢালাওভাবে গ্রেপ্তারের আদেশ দিক, তাহলে দেশের সব বিরোধী নেতাকর্মী কারাগারে গিয়ে হাজির হবেন।’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘বিচারের নামে হয়রানি করার কোনো মানে নেই। এটা ন্যায়বিচারের পরিপন্থী। আইনজীবীদের পক্ষ থেকে আমি এ ব্যবস্থার ধিক্কার জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশে আইনের শাসন কতটা আছে তা আজ ভাববার সময় এসেছে। ৬ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে। বিশেষ করে বিএনপি নেতারা তাদের বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন পেলেই আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।’ RTN
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন