জামায়াত নেতাদের আইনজীবী হেলাল উদ্দিনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে জামায়াত। তবে আটকের কথা অস্বীকার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর জামায়াতের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ফকিরাপুল থেকে মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনের জন্য কোর্টে যাওয়ার পথে পল্টন মডেল থানা পুলিশ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ড. হেলাল উদ্দীন ও নূর মোহাম্মদ মন্ডল নামে আরেকজনকে আটক করে। প্রথমে তাদেরকে পল্টন মডেল থানায় নেয়া হলেও পরে উভয়ইকেই ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আটকের বিষয়ে জানতে পল্টন থানায় ফোন করা হলে এসআই জাহাঙ্গীর শীর্ষ নিউজকে বলেন, এধরণের কোনো আটকের ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরো বলা হয়, শান্তিপূর্ণ হরতাল চলাকালে পুলিশ নগরীতে গণগ্রেফতার চালায়। গ্রেফতার থেকে সাধারণ পথচারীরাও রেহাই পাননি। ক্ষেত্র বিশেষে গ্রেফতারকৃতদের নিয়ে মেসে ও বাসায় পুলিশ অভিযান চালিয়ে নিরাপরাধ মানুষকে গ্রেফতার করেছে। উত্তরায় হরতালের সমর্থনে মিছিলের পর অভিযান চালিয়ে মনির, আশরাফ ও ওমর ফারুককে গ্রেফতার করে তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৯ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পল্টন থেকে ১ জন এবং গুলিস্তান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তরায় গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানের সময় সাধারণ মানুষ দেখলেও পরে গ্রেফতারে কথা সংশ্লিষ্ট থানা পুলিশ অস্বীকার করছে। ফলে আটককৃতদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন। গ্রেফতারকৃতদের সন্ধান ও অবিলম্বে মুক্তি দানের জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। শীর্ষ নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন