চট্টগ্রাম, ১৩ নভেম্বর ২০১৫ইং জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতাকে দীর্ঘয়িত করার জন্য বাকশাল কায়েমের লক্ষে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলের সন্ত্রাসী নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে, খুন, গুম, অপহরণ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিতে দেশের জনগণ জিম্মি। দেশের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশে বসবাস আজ অনিরাপদ। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আওয়ামীলীগ আগামী পৌরসভা নির্বাচনে ভরাডুবির আশংখায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দমন পীড়ন চালাচ্ছে। সারাদেশে গনগ্রেফতার অব্যাহত রেখেছে। নিরীহ জনগণকে হয়রানি ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের অন্যায় ও জুলুমের প্রতিবাদে প্রতিরোধ করার কারণে এবং ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানকে বিচারের নামে হত্যা করা হয়েছে। সাবেক মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদকেও মিথ্যা অভিযোগে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি অবিলম্বে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের নি:শর্ত মুক্তি এবং সারাদেশে জামায়াত-বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার বন্ধের দাবী জানান।
জামায়াতে ইসলামী চকবাজার থানার এক দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর মোরশেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন থানা জামায়াতের সেক্রেটারী আহমদ খালেদুল আনোয়ার, আব্দুল হান্নান, দেলোয়ার হোসেন ও গোলাম রহমান প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগর সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম।
সদরঘাট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত দোয়া দিবস থানা সেক্রেটারী এম.এ.গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ডা: এম.এ.মতিন, মুহাম্মদ জসিম উদ্দিন, সরওয়ার জাহান সিরাজী, ফজলে এলাহি শাহিন ও মুহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
দোয়া দিবস উপলক্ষে চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল থানা আমীর অধ্যাপক আবু জওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নুরশেদুল ইসলাম, মোহাম্মদ জোবায়ের, জাহেদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু জাওয়াদ।
জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে দোয়া মাহফিল থানা আমীর আবু শাফায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা আবু গালিব, এম.এ. জাহের, এম.এ. তাহের ও মুহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান।
কেন্দ্র ঘোষিত দোয়া দিবসে বন্দর থানা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল থানা আমীর আলহাজ্ব এম.আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহানগরী জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ্। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা আহমদ উল্লাহ, আহসান উল্লাহ ও মুহাম্মদ ইকবাল শরীফ প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ উল্লাহ।
ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত দোয়া মাহফিল থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা এম.এ. সবুর, হযরত আলী, জি.হোসাইন, এডভোকেট আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহাব উদ্দিন ও মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন, থানা আমীর মুহাম্মদ ফারুকে আজম।
পাহাড়তলী থানা উদ্যোগে এক দোয়া মাহফিল জামায়াত নেতা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জামায়াত নেতা এম.এ. গফুর, মুহাম্মদ কুতুব উদ্দিন ও মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন, থানা সেক্রেটারী মুহাম্মদ জহিরুল ইসলাম।
বায়েজিদ থানা জামায়াতের উদ্যোগে কেন্দ্র ঘোষিত এক দোয়া মাহফিল থানা আমীর মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা হাফেজ আবুল মনছুর, মাওলানা এম.এন.ইসলাম ও মাওলানা মাহবুবুল রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
এছাড়াও জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কেন্দ্রীয় ও সারাদেশে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির জন্য দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমী জামে মসজিদেসহ নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেওয়ান বাজার ইসলামিক একাডেমী জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা শাফি উদ্দিন আল মাদানী। পতেঙ্গা, ই.পি.জেড, বন্দর, হালিশহর, ডবলমুরিং, সরদঘাট, পাহাড়তলী, আকবরশাহ, খুলশী, পাঁচলাইশ, বায়েজিদ, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, কোতোয়ালীসহ বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন