আপনারা সবাই অবগত আছেন আমার পিতা, জামায়াতের সেক্রেটারী জেনারেল ও সাবেক সমাজকল্যান মন্ত্রী জনাব আলী আহসান মো: মুজাহিদ বর্তমানে মিথ্যা অভিযোগে মৃত্যুদন্ডে দন্ডিত হয়ে কারাগারে কনডেম সেলে দিনযাপন করছেন।
আপীল বিভাগে তার মামলাটি সর্বশেষ আইনী পদক্ষেপ অর্থাৎ রিভিউ শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে।
.জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক ও
দেলোয়ার হোসেইনসহ জামায়াত ও শিবিরের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে মজলুম অবস্থায় কারাগারে আটক রয়েছেন।
.এমতাবস্থায় কারাগারে আটক সকল নেতাকর্মী, রিমান্ডে থাকা ভাইয়েরা এবং আহত ও নির্যাতিত অবস্থায় যেসব ভাইরা বর্তমানে জীবনের কঠিনতম সময় পার করছেন তাদের সকলের মুক্তি ও ইসলামী
আন্দোলনের হেফাজেতে মহান আল্লাহর রহমত কামনায় দোয়া ও নফল ইবাদতের অংশ হিসেবে আমরা আলী আহসান মো: মুজাহিদের পরিবারের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার, ১২ নভেম্বর
নফল রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু নফল ইবাদত তাই আপনাদের কাছে আমাদের কোন দাবি নেই। তবে অনুরোধ থাকলো যাদের পক্ষে সম্ভব তারা আগামীকাল এই নফল রোজা ও দোয়ায় শরীক হতে পারেন।."রোজা শেষে ইফতারির পূর্বে সকলেই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের জন্য এই পরীক্ষাকে আর দীর্ঘায়িত না করেন। আমরা যেন কুরআনের সকল সেনাকে দ্রুতই আবার কুরআনের ময়দানে ফেরত পাই।" আমীন।
.বি:দ্র: পবিত্র নগরী মক্কা ও মদীনার
ভাইবোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা কষ্ট করে হলেও রোজা রাখার পাশাপাশি হারাম শরীফে গিয়ে তাওয়াফ, ওমরাহ ও বেশী বেশী নফল নামাজ পড়ে বাংলাদেশের ইসলামী আন্দোলনের মজলুম নেতাকর্মীদের জন্য দোয়া করবেন।
.Ali Ahmad Mabrur
(আলী আহসান মোঃ মুজাহিদের ছেলে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন