ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

হৃদয় -মন আজ বেদনা ভারাক্রান্ত। চারদিকে ফিসফাস.। গুজবের ডালপালা সবদিকে... এডভোকেট তাজুল ইসলাম

হৃদয় -মন আজ বেদনা ভারাক্রান্ত। চারদিকে ফিসফাস.। গুজবের ডালপালা সবদিকে। মূল কথা আজ রাতে বা মংগল বারের মধ্যেই ফাসীতে হত্যা করা হবে আব্দুল কাদের মোল্লাকে। সংবিধান ও আইনের কোন সুযোগ ই গ্রহন করতে দেয়া হবেনা তাকে। এমন কি প্রান ভিক্ষা চাওয়ার জন্য ১৫ দিন সময় , যা সকল মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে  দেয়া হয় , তাও নাকি তাকে দেয়া যাবেনা। সাড়ে তিন বছর মামলা পরিচালনা করতে গিয়ে প্রতিটি অভিযোগ ও তথ্য প্রমান বিশ্লেসন করে আমার এ দৃঢ় প্রত্যয় জন্মেছে যে তার বিরুদ্ধে একটি অভিযোগও সত্য নয় । প্রসিকিউশন ও তদন্তকারীরা মিথ্যার পাহাড় তার উপর চাপিয়ে দিয়েছে। বৈরী মিডিয়ার নির্বিচার ও নির্লজ্জ মিথ্যাচারের বদৌলতে ছাত্র - ছাত্রীদের প্রিয় শিক্ষক, সাংবাদিক্দের প্রিয় মোল্লা ভাই , সদালাপী ও বিনয়ী মানুষটি হয়ে গেলেন " কসাই কাদের " । বিভ্রান্ত শাহবাগীদের বিকৃত উল্লাস আর বিভত্স চিত্কারে আইনের শাসন ও মানবাধিকার যেন পালিয়ে বাঁচল । বিবেক হলো হলো ভূলুন্ঠিত। কি বিচিত্র , কি নির্মম এই দেশ!!!! সংবিধান ও আইনের যে ব্যাখ্যা ও শিক্ষা শিক্ষক ও আইন পেশার সিনিয়রদের কাছে শিখেছিলাম তা যেন প্রতিনিয়ত ব্যাংগ করে আমাদের । আইনের শাসন, due process of law-- এসব নীতিকথা আজ বড্ড বেসুরো ঠেকে, । অদ্ভুত আধার এক গ্রাস করেছে আমাদের। কে জানে এই অদ্ভুত আধার ফুড়ে আবার কবে আলো আসবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন