রিভিউ পিটিশনের আইনী সুযোগ আব্দুল কাদের মোল্লাকে দেয়া হচ্ছেনা। কারাপ্রধান
সাংবাদিক সম্মেলন করে মিথ্যাচার করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। আজ রাতেই
ফাঁসি দেয়ার আশংকা করা হচ্ছে। কারাগারে চারিদিকে র্যাব-পুলিশ বাড়ানো হয়েছে
মধ্যরাতের কিছু আগে, সাংবাদিকরা জড়ো হয়েছেন সেখানে। এই জঘন্য
হত্যাকান্ড যদি ঘটানো হয়, জনগন প্রস্তত রয়েছে....অভাবনীয় অনিশ্চিত
পরিস্থিতির তৈরী হবে যাকে সামাল দেয়ার ক্ষমতা বর্তমান সরকারের থাকবে না।
হত্যাকান্ডে সংশ্লিষ্ঠ সকলের দুনিয়াতে এবং আখেরাতে চরম প্রায়শ্চিত্য করতে হবে ইনশাল্লাহ।
দেশের সবাই অন্ধ, ও বিবেকহীন কাপুরুষ নন। আমরা আশা করবো মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা আওয়ামী সরকার বন্ধ করবেন। নাহলে বর্তমান ও ভবিষ্যতের আওয়ামী প্রজন্মের দূর্ভোগের জন্য এই সরকারই দায়ী থাকবেন। সরকার তার এ অন্যায় আচরনের মধ্য দিয়ে আইন আদালতকে ভুলুন্ঠিত করে দিতে যাচ্ছে। দেশবাসীকে এ অন্যায়ের বিরুদ্ধে সচেতন থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য সজাগ হওয়া উচিত। জেগে উঠা উচিত দৃঢ়তার সাথে। আল্লাহ তায়ালা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবার তৌফিক দান করুন। আমীন।
দেশের সবাই অন্ধ, ও বিবেকহীন কাপুরুষ নন। আমরা আশা করবো মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা আওয়ামী সরকার বন্ধ করবেন। নাহলে বর্তমান ও ভবিষ্যতের আওয়ামী প্রজন্মের দূর্ভোগের জন্য এই সরকারই দায়ী থাকবেন। সরকার তার এ অন্যায় আচরনের মধ্য দিয়ে আইন আদালতকে ভুলুন্ঠিত করে দিতে যাচ্ছে। দেশবাসীকে এ অন্যায়ের বিরুদ্ধে সচেতন থেকে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য সজাগ হওয়া উচিত। জেগে উঠা উচিত দৃঢ়তার সাথে। আল্লাহ তায়ালা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবার তৌফিক দান করুন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন