ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ৭ মার্চ, ২০১৫

পুরুষ দিবস থাকলে নারী দিবস মেনে নিতাম কনকচাঁপা [কণ্ঠশিল্পী]

ঢাকা: [বিশ্ব নারী দিবস সম্পর্কে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা নিজের মতামত জানিয়ে ফেসবুকে একটি লেখা লিখেছেন। লেখাটি পাঠকদের জন্য শেয়ার করা হলো।]
মেনেই নিতে পারিনা। আবার তৃণমূল পর্যায়ের অসহায় নারীদের কথা ভেবে মেনে নেই। যদি পুরুষ দিবস থাকতো তাহলে নারী দিবস মেনে নিতাম। কারণ আমার জানামতে পুরুষদেরও অনেক অসুবিধা আছে…। তারাও সেই অসুবিধাগুলো কাউকে না বলতে পেরে সমস্যাগুলোর সাথেই বাস করে। অসহায় পুরুষদেরও একটা দিবস দরকার। একটা দিবস নারীর একটা দিবস পুরুষের বাকি দিন মানুষের। হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা…
কথা সেটা না…কথা হলো নারী দিবসে নারীসকল বেগুনী রঙের জামা পরবেন…এতে নাকি একাত্বতা প্রকাশ! এভাবে সমাজ সংস্কার! যে সমাজে বিয়ে না করতে পেরে অসভ্য পুরুষ নারীর মুখ বিভৎস করে দেয় এসিড দিয়ে! সে সমাজে রঙের সংহতি দিয়ে নারী দিবস পালন? জাতীয় দৈনিকে আবার সে পোশাকের সঙ্গে কেমন চুল কেমন ব্লাউজ কেমন পালাজ্জো হবে তার উপর প্রতিবেদন! আমাদের দেশে কয়জন নারী এই দিবস পালন করতে একটা শাড়ি ব্লাউজ পেটিকোট দুল মালা চুড়ি ম্যাচ করে পরতে পারবেন? সুতি শাড়িও যদি হয় তারপরও সব মিলে ১২০০ টাকার ধাক্কা!
শাড়ি… ৫০০
ব্লাউজ… ১০০
পেটিকোট… ১০০
দুল…২০০
চুড়ি…১০০
স্যান্ডেল… ২০০…..আল্লাহ…এগুলো কোনো কথা হলো? তার উপর আছে নতুন অত্যাচার ফুলের মুকুট… গালে ছবি আঁকা…বের হলে রেস্টুরেন্টে খাওয়া নিদেনপক্ষে চটপটি ফুচকা…এই যে বাড়তি খরচ…এগুলোর ধাক্কা সামলাতেই পুরুষ মানুষ ঘুষ খায়!!!
এই হলো নারী দিবস? নারীরা সহজভাবে স্বচ্ছভাবে মানুষ হিসেবে পরিচিত হবে কবে? এই দিবসে সে আজ বেগুনী নারী হয়ে আহ্লাদে আটখানা হয়ে উঠবে…
হে বীর্যবান পুরুষ ..জেনে রাখুন এই পৃথিবীকে প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে দিতে পারি এই আমরাই! এবং আপনি একজন মা এর সন্তান!
হে আল্লাহ… আমাদের মানসিক মূল্যবোধ কবে আরো গভীর হবে?
বাংলামেইল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন