আসিফমানবাধিকার কমিশনের চেয়ারম্যান মানুষ হত্যার প্ররোচনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার বিকেলে তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
সেই স্টাটাসটি নিম্নে তা হুবুহু তুলে ধরা হলোঃ
মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাশকতা দমনের নামে মানুষ হত্যার প্ররোচনা দিয়েছেন । এখন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলছেন । বিচারাধীন বিষয়ে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে উনি নিজেই মান্নার মানবাধিকার লঙ্ঘন করেছেন ।
উনার বরং দায়িত্ব ছিল পেট্রোল বোমার সাথে সাথে ক্রসফায়ার, গণপিটুনীর নামে পুলিশের হত্যাকাণ্ড এবং গ্রেফতার বাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর । উনার দায়িত্ব ছিল বিভিন্ন বাহিনী প্রধান এবং মন্ত্রীদের মানুষ হত্যার আদেশের বিরুদ্ধে সোচ্চার হওয়া । ওনার উচিত ছিল মানুষের ভোটাধিকার হরণ কারী 5 জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ করার । উনি জনগণের টাকায় বেতন, ভাতা এবং পুলিশি নিরাপত্তা পাচ্ছেন এজন্যই। অথচ তিনি নিজেই পুলিশি হত্যা, নির্যাতন আর ভূয়া নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছেন ।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান -এর কারণে মানবাধিকার কমিশন কে এখন মানবাধিকার দমন কমিশন বলে মনে হচ্ছে । তিনি নিজেই মানবাধিকার হত্যার সবচেয়ে বড় প্ররোচনাকারী হয়েছেন।
উৎসঃ ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন