চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আফছারুল আমীন এমপি বলেন, মেয়র নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শুধুমাত্র একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছেনা। মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ছাড়াও আ জ ম নাছির উদ্দিন এবং আবদুচ ছালামকে অনেক নেতাকর্মী সমর্থন দিচ্ছেন। সুতরাং মেয়র নির্বাচন নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমর্থন তিনভাগে বিভক্ত। তাদের পছন্দের প্রার্থী একজন নয়-তিনজন। স্থানীয় ১৪ দল সমর্থন দিতেই পারে। কিন্তু সবকিছু নির্ভর করছে ১৪ দলের প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি যাকে মাঠে কাজ করার জন্য নির্দেশ দিবেন তিনিই প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। সর্বশেষ কথা হলো-আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী নির্ধারণের দিকে থাকালেই দেখা যাবে-ঢাকার মেয়র প্রার্থী ঢাকা মহানগর ১৪ দলই নির্ধারণ করে দেননি। ১৪ দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে যাদেরকে কাজ করতে বলেছেন তারাই প্রার্থী হিসেবে কাজ করছেন।
সৌজন্যে দৈনিক আজাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন