বাংলাদেশ বার্তা ডেস্কঃ গত শনিবার রাতে শিল্পাঞ্চল থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে ৩ জনকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
গতকাল রোববার দেয়া বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা ওয়ারেন্টে নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার করে হয়রানি করা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়েছে। সরকারের ছত্রছায়ায় গণগ্রেফতার খুন ও গুম আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন দিন নেই যে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে না। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট রাতে শিল্পাঞ্চল থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে ২ জন ছাত্রসহ নিরপরাধ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। যা সম্পূর্ণ আইনের শাসনের লঙ্ঘন।
তিনি বলেন, সরকার জননিরাপত্তা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে উল্টো বিরোধী দলকে দমনের জন্য উৎপীড়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় দেশে আইনশৃৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে এবং আশঙ্কাজনক হারে অপরাধ বেড়েই চলেছে। জনবিচ্ছিন্ন সরকারের এহেন হটকারী কর্মকাণ্ডের বৃত্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে দেশে অদূর ভবিষ্যতে আরো মারাত্মক রাজনৈতিক সঙ্কট তৈরি হবে, দেশ দেশী-বিদেশী ষড়যন্ত্রের বেড়াজালে নিপতিত হবে। যা কারো জন্যই শুভ ফল বয়ে আনবে না।
তিনি শিল্পাঞ্চল থেকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতারকৃত ৩ জনকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন