বাংলাদেশ বার্তা ডেস্কঃ তিনি বলেছেন, 'অপহরণ বা তুলে নিয়ে যাওয়া জাতিসংঘের ঘোষণায় ঘৃণ্যতম অপরাধ। আজকে বাংলাদেশে যারা এই ঘৃণ্যতম অপরাধ করছেন, তারা যদি মনে করে থাকেন, তারা রেহাই পেয়ে যাবেন- এটা ভুল।'
বিএনপি মহাসচিব বলেন, 'তারা কেউই রেহাই পাবেন না। একদিন না একদিন জনগনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেদিন অবশ্য এই ঘৃণ্যতম অপরাধের জন্য দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে।'
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ 'জংলি' রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'একদিকে ভয়াবহ জঙ্গিবাদ ও আগ্রাসন, অন্যদিকে ফ্যাসিবাদের আক্রমণ এদেশকে পুরোপুরি জংলি রাষ্ট্রে পরিণত করেছে।'
তিনি বলেন, 'একটা জঙ্গলের মধ্যে যেন বাস করছি আমরা। এখানে মনে হয় যে, চতুর্দিকে পশু। এজন্য আসুন আমাদের প্রিয় দেশ ও রাষ্ট্রকে রক্ষা করবার জন্য আমরা ঐক্যবদ্ধ হই।'
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার 'সরকারি চক্রান্তে'র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, 'যারা জিয়াকে অস্বীকার করবেন, তারা স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবেন।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'আজকে গণতন্ত্র নেই বলে রাজনীতি নেই। যে রাজনীতি আছে সেটা একদলীয় একটি অপরাজনীতি। এটা সুষ্ঠু রাজনীতি নয়।'
নিখোঁজ হওয়া পরিবারের মধ্যে সাবেক সাংসদ হুমায়ুন কবীর পারভেজের স্ত্রী শাহনাজ আখতার, ছাত্রদলের আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী, নাজমুল ইসলামের স্ত্রী সাবেরা নাজমুল, নিজামউদ্দিন আহমেদ মুন্নার বাবা শামসুদ্দিন আহমেদ, সেলিম রেজা পিন্টুর বোন মুন্নী আখতার, খালেদ হাসান সোহেলের শিশুপুত্র আরিয়ান, চঞ্চল আহমেদের শিশুপুত্র আহাদ, সেলিম শাহিনের শিশুপুত্র আফতাব আহমেদ, পারভেজ হোসেনের শিশুকন্যা হৃদি হোসেন তাদের স্বজনদের ফিরে পাওয়ার আর্তি জানান।
সভায় 'ধানের শীষ' পত্রিকার সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ 'অনন্ত অপেক্ষা...' নামে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এতে ২০০৯-২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিখোঁজ বা গুম হওয়া দলের নেতাকর্মীদের পরিচয় তুলে ধরা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন